BD News

দুঃসম‌য়ে কেউ দুর্নীতি করলে তাকে আমি ছাড়বো না: প্রধানমন্ত্রী

Rate this post

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের প্রদুর্ভাব রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Join our Facebook Group Get job update & discuss about Job related Topics.

তিনি বলেন, মানুষের দুর্ভোগের সময় ত্রাণ নিয়ে কেউ নয়-ছয় কর‌বেন না। তাহলে কিন্তু রক্ষা পাবেন না । নয়-ছয় করলে আপনাকে ধরা পড়তেই হবে। টাকা-পয়সা কিন্তু লুকানো যায় না। দুঃসম‌য়ে কেউ দুর্নীতি করলে তাকে শাস্তি পেতেই হবে, তাকে কিন্তু আমি ছাড়বো না।

আজ মঙ্গলবার সকাল ১০টায় গণভবনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, করোনা রোধ করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। করোনা নিয়ন্ত্রণ করতে হলে সবাইকে নিয়ম মেনে চলতে হবে।

ভিডিও কনফারেন্সে চিকিৎসা নিতে গিয়ে সেবা না পাওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন বঙ্গবন্ধুকন্যা।

এ সময় তিনি বলেন,  ‘এই ভাইরাসটির প্রসারিত হওয়ার বিষয়টি এটা অংকের মতো। এপ্রিলে আমাদের দেশে এর ধাক্কা ব্যাপকভাবে আসবে। এ রকমই আলামত পাওয়া যাচ্ছে। এ ধরনের কিছু প্রতিবেদনও আমরা দেখতে পাচ্ছি। সেই অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে। চলতি মাসে আমাদের জন্য দুঃসময় আসছে। সব জায়গা থেকে এ ধরনের খরব পাচ্ছি। কেউ একটু অসুস্থতার দেখতে পেলে চিকিৎসা করাবেন। কেউ লুকাবেন না। লুকাতে গেলে নিজেও ক্ষতিগ্রস্থ হবেন। অন্যদের ক্ষতি করবেন।’

সময়ের কন্ঠস্বর/

শেয়ার করতে নিচের বাটন এ ক্লিক করুন : ⬇

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button