Coronas are at risk in the blood group of that group

লাস্টনিউজবিডি, ১৮ মার্চ: ‘এ’ গ্রুপের রক্ত বহনকারীরা (পজেটিভ এবং নেগেটিভ) করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে আছেন। অন্যদিকে ‘ও’ গ্রুপের রক্ত বহনকারীরা এ ভাইরাসে আক্রান্ত হওয়ার কম শঙ্কায় রয়েছেন।

চীনের গবেষকদের গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। ওই গবেষকরা উহান ও শেনজেন হাসপাতালের দুই হাজার রোগীর তথ্য নিয়ে এই গবেষণা করেন।

Join our Facebook Group Get job update & discuss about Job related Topics.

Like Our Page&Facebook Group

করোনা ঝুঁকিতে যে গ্রুপের রক্তধারীরা

কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া ২০৬ জনের বিভিন্ন বয়সের মানুষের রক্তের গ্রুপ বিবেচনায় নিয়ে তারা দেখেছেন এদের মধ্যে ৮৫ জন ‘এ’ গ্রুপের রক্তধারী আর ৫২ জন ‘ও’ গ্রুপের। এ গ্রুপের রোগীদের মৃতের হার ‘ও’ গ্রুপের রোগীদের চেয়ে ৬৩ শতাংশ বেশি। কী কারণে বিভিন্ন গ্রুপের রক্তের করোনার প্রভাব ভিন্ন তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

আর করোনা আক্রান্ত রোগীদের নিয়ে গবেষণা করে তারা দেখতে পান উহানে করোনা আক্রান্ত রোগীর ৩৮ শতাংশই এ গ্রুপের রক্ত বহন করছেন। আর অন্যদিকে, ২৬ দশমিক ৪ শতাংশ রোগী বি গ্রুপের এবং ২৫ দশমিক ৮ শতাংশ রোগী ও গ্রুপের রক্ত বহন করছেন। সবচেয়ে কম রোগী (১০ শতাংশ) এবি গ্রুপের রক্ত বহন করছেন।

লাস্টনিউজবিডি