Eventually sefudaya religion is being abusive

অবশেষে গ্রেপ্তার করা হচ্ছে ধর্ম অবমাননাকারী সেফুদাকে

 

ইসলাম ধর্ম এবং মুসলামানদের পবিত্র গ্রন্থ কোরআন শরিফ অবমাননাকারী সেফায়েত উল্লাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে ভিয়েনাস্থ মুসলিম কমিউনিটির নেতারা।

Join our Facebook Group Get job update & discuss about Job related Topics.

Like Our Page&Facebook Group

শুক্রবার জুমার নামাজের পর এ বিষয়ে আলোচনা হয়।

ভিয়েনাস্থ বায়তুল মোকারম জামে মসজিদের সভাপতি আবিদ হোসেন খান তপন জানান, সেফায়েত উল্লাহ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে।

যা সবার কাছে ঘৃণিত এবং নিন্দনীয়।

অবশেষে গ্রেপ্তার করা হচ্ছে ধর্ম অবমাননাকারী সেফুদাকে

অবশেষে গ্রেপ্তার করা হচ্ছে ধর্ম অবমাননাকারী সেফুদাকে

সে জন্য জুমার নামাজের পর আলোচনায় এ সিদ্ধান্ত হয় যে প্রত্যেক মসজিদ থেকে দু’জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে।

সে কমিটি ভিয়েনাস্থ ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টারের প্রেসিডেন্টের সঙ্গে সমন্বয় করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে তিনি বিরত থাকেন।

আবিদ হোসেন খান তপন জানান, কোনো ধরনের আক্রমনাত্বক প্রন্থা গ্রহণ না করে আইনি প্রক্রিয়ার যাওয়াটাই শ্রেয়।

সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিগগিরই সেফায়েত উল্লাহর অস্ট্রিয়ার প্রচলিত আইনে বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে।

অবশেষে গ্রেপ্তার করা হচ্ছে ধর্ম অবমাননাকারী সেফুদাকে 1অবশেষে গ্রেপ্তার করা হচ্ছে ধর্ম অবমাননাকারী সেফুদাকে 1