The Prime Minister Gave Good News For Unemployed

The Prime Minister Gave Good News For Unemployed. Prime Minister Sheikh Hasina has said that by the next 2020, about 99 lake new workers will be added to the country’s manpower sector. Out of this, about 2 million people will be able to travel abroad. The rest will be in the labor market of the country. In reply to a question asked by Prime Minister Sheikh Hasina in parliament, the employment will be created according to the seventh fifth year plan.
Sheikh Hasina said the target of gross domestic product (GDP) during the 7th Five-Year Plan was estimated at 7.4 percent; Which will reach 8 percent by 2020.
The Youth Development Department has trained 22 lakh 37 thousand 86 youths in the last 9 years to transform the unemployed youth into skilled human resources. For the youth engaged in self-employment, loan has been distributed to 5,86,591 people in the last nine years under the project taking and loan program, 816 crore 33 lakh 6 thousand. And 5, 86, 591 people have been established as successful self-reliant.
Referring to the implementation of the ‘National Service Program’ from FY 2009-10, she said that after providing three months of basic training in 10 specific modules of 24 to 35 years of age and higher secondary and higher education qualified unemployed youth and youth, the participation of the people in constructive activities Through provisional employment arrangements are made. So far, 7 phases have been covered by 128 Upazila National Service Programs in 37 districts. In this program, a total of T.k 1,772.17 crore has been allocated for this program.
বেকারদের জন্য যে সুখবর দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ২০২০ সালের মধ্যে দেশের জনশক্তি খাতে প্রায় ৯৯ লাখ নতুন কর্মী যুক্ত হবে। এর মধ্যে প্রায় ২০ লাখ মানুষ চাকরি নিয়ে বিদেশে পাড়ি জমাবেন। বাকিটা হবে দেশের শ্রমবাজারে।
আজ সংসদে প্রধানমন্ত্রী তার জন্য নির্ধারিত এক প্রশ্নের জবাবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী এই কর্মসংস্থান তৈরি হবে বলে জানান।
শেখ হাসিনা বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) লক্ষ্য ধরা হয়েছে গড়ে ৭ দশমিক ৪ শতাংশ; যেটা ২০২০ সালের মধ্যে ৮ শতাংশে পৌঁছাবে।
প্রধানমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবদের দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে বিগত ৯ বছরে ২২ লাখ ৩৭ হাজার ৮৬ জন যুবককে প্রশিক্ষণ প্রদান করেছে। আত্মকর্মসংস্থানে নিয়োজিত যুবকদের জন্য প্রকল্প গ্রহণ ও ঋণ কর্মসূচির আওতায় বিগত ৯ বছরে ৫ লাখ ৮৬ হাজার ৫৯১ জনকে ৮১৬ কোটি ৩৩ লাখ ৬ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।এবং ৫ লাখ ৮৬ হাজার ৫৯১ জন যুবক সফল স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
২০০৯-১০ অর্থবছর থেকে ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’ বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ কর্মসূচির আওতায় ২৪ থেকে ৩৫ বছর বয়সী এবং উচ্চমাধ্যমিক ও তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বেকার যুবক ও যুবমহিলাদের ১০টি সুনির্দিষ্ট মডিউলে তিন মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ প্রদানের পর জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এ পর্যন্ত ৭ পর্বে মোট ৩৭ জেলার ১২৮টি উপজেলা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতাভুক্ত হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য এ যাবত মোট ১ হাজার ৭২১ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এ কর্মসূচির আওতায় চলতি বছরের মার্চ পর্যন্ত মোট ১ লাখ ৬৯ হাজার ৩৩২ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৯৭ জন সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থায় ২ বছরের অস্থায়ী কর্মে নিযুক্ত হয়েছে। অস্থায়ী কর্ম শেষে এদের মধ্যে মোট ৩৭ হাজার ৪২৩জন স্বাবলম্বী হয়েছে। এছাড়া ২ বছরের অস্থায়ী কর্মসংস্থান সমাপ্তকারী ৮৫ হাজার ৩২৪ জনের প্রত্যেককে ৪৮ হাজার টাকা করে মোট ৪০৯ কোটি ৫৫ লাখ টাকা সঞ্চয় ফেরত দেয়া হয়েছে। এর ফলে তারা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছে। সূত্রঃ বাংলাদেশটাইমস্।